কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
বদলকোট ইউনিয়নের ইতিহাস সম্পর্কে সঠিকভাবে জানা যায়নি। জনশ্রুতি মতে যায়, বদলকোট ইউনিয়নটি ১৭টি মৌজা বা ২০ গ্রামের সমন্বয়ে গঠিত। এই ১৭ মৗজা বা ২০ গ্রামের মধ্যে একটি মৌজা বা গ্রামের নাম বদলকোট।বদলকোট গ্রামটি ২০০ শত বৎসর পূর্বেও বদলকোট হিসেবে পরিচিত ছিল বলে জানা যায়। তবে বদলকোট নামকরণের সঠিক কোনও তথ্য পাওয়া না গেলেও জানা যায় যে, বদলকোট গ্রামটি এক সময়ে বৃটিশ শাসিত সময় কালিন এতদঅঞ্চলে বহু কোট কাচারী ছিল এবং গ্রামটিতে তৎকালিন বৃটিশ প্রতিনিধি পরিহৃত কোট বদলি করনের কারনে এই যায়গাটির নাম করাণ করা হয়েছে বদলকোট
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস